12th NTRCA MCQ Exam question Solve College Level
নিবন্ধন পরীক্ষা ২০১৫ (প্রভাষক) কলেজ পর্যায়
( সাধারন জ্ঞান )
——————————–
১. ‘হাতির ঝিল ‘ এর নকশার
পরিকল্পনা করেন কে?
– স্থপতি এহসান কান
২. ‘আমার বন্ধু রাশেদ‘ -= বইটির
লেখক
– উত্তর নাই । সঠিক উত্তর
মুহাম্মদ জাফর ইকবাল ।
৩. ‘Big apple ‘ বলা হয় কোন
শহরেকে
– নিউইর্য়ক
৪. জাপানের
পার্লামেন্টের নাম কী ?
– ডায়েট
৫. বিশ্বের সবচেযে বেশি
কফি উত্পাদনকারী দেশ
কোনটি ?
– ব্রাজিল
৬. ‘কুতুব মিনার ‘‘কোথায়
অবস্থিত?
– ভারত
৭. CNN এর পূর্ণরুপ কী?
– Cable news network
৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান রচিত গ্রন্থ কোনটি ?
– অসমাপ্ত আত্মজীবনী
৯. বাংলাদেশের কোন
বিভাগের সাথে ভারতের কোন
সীমান্ত সংযোগ নাই /
– বরিশাল
১০. সবচেয়ে মূল্যবান ধাতু
কোনটি?
– প্লাটিনাম
১১. মানবশিশুর দুধ দাঁতের
সংখ্যা কতটি ?
– ২০টি
১২. নিম্নের কোন দেশটি – এর
সদস্য নয় ?
– ফ্রান্স
১৩. রেডক্রসের সদর দপ্তর
কোথায় অবস্থিত?
– জেনেভা
১৪.২০১৫সালের ১৭ তম ন্যাম
সম্মেলন কোথায় অনুষ্ঠিত
হবে?
০= কারাকাস, ভেনিজুয়েলা
১৫. বর্ণালী ও শুভ্র কি?
– উন্নত জাতের ভূট্টা
১৬. রক্তে হিমোগ্লোবিনের
কাজ কি?
– রক্তে অক্সিজেন সরবরাহ
করা।
১৭. ‘মধুবালা‘ নামটি কি জন্য
বিখ্যাত ?
– হলদে জাতের তরমুজ হিসাবে
১৮. আদিম মানুষের সবচেয়ে বড়
আবিষ্কার কি?
-আগুন
১৯. ২০১৫সালের ঢাকা ও
চট্টগ্রাম ‘সিটি নির্বাচন ‘
কতহ তারিখে অনুষ্ঠিত হয় ?
-২৮ এপ্রিল
২০. সম্প্রতি বাংলাদেশে
অনুষ্ঠিত ক্রিকেট টেস্ট
ম্যাচে কোন ক্রিকেটার
ডাবল সেঞ্চুরী করেছেন?
-তামিম ইকবাল
২১. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে
শুরু হয় ?
-১৯৩৯ সালে
২২. ২৫ এপ্রিল ২০১৫ -এর ভয়াবহ
ভূমিকম্পের মাত্রা রেখটার
স্কেলে কত ছিল?
– ৭.৮ ( উ্ইকিপিয়াতে আছে)
২৩. নাসিরাবাদের বর্তমান
নাম কি?
– ময়মনসিংহ
২৪. হাড় ও দাঁতকে মজবুত করে
কোনটি ?
– উত্তর নাই । সঠিক উত্তর :
ফসফরাস ( তবে ক্যালসিয়াম
উত্তর নিতে পারে।)
২৫. কম্পিউটারের মূল
মেমোরী তৈরি হয় কি দিয়ে?
– সিলিকন
——————————–
১ বিগ আপেল বলা হয় ঃ নিউ
ইয়র্ক কে ।
২।জাপানের পার্লামেন্টের
নাম ঃ ডায়েট ।
৩। সবচেয়ে বেশী কফি উতপন্ন
হয় ঃ ব্রাজিলে
৪। CNN হচ্ছে ঃ Cable news network
৫। বংগবন্ধু রচিত গ্রন্থ ঃ
অসমাপ্ত আত্নজীবনী
৬।ভারতের সীমান্ত সংযোগ
নেই ঃ বরিশাল বিভাগের
সাথে ।
৭। সবচেয়ে মূল্যবান
ধাতু ঃ প্লাটিনাম ।
৮। OPEC এর সদস্য নয়ঃ ফ্রান্স
৯। রেডক্রসের সদর দপ্তরঃ
জেনেভায় ।
১০। ন্যাম সম্মেলন অনুস্টিত
হয়ঃ কারাকাস ,
ভেনিজুয়েলায় ।
১১। রক্তে হিমোগ্লাভিনের
কাজ হলঃ অক্সিজেন পরিবহন
করা ।
১২। আদিম মানুষের বড়
আবিস্কার হচ্ছেঃ আগুন
১৩। ২০১৫ সালের সিটি ইলেকশন
হয় ২৮ এপ্রিল ।
১৪। টেস্ট ম্যাচে ডবল
সেঞ্চুরী করেনঃ তামিম
ইকবাল ।
১৫। দ্বিতীয় বিশ্ব যুদ্ধ
শুরু হয়ঃ ১৯৩৯ সালে
১৬। ২৫ এপ্রিলের ভূমিকম্পের
মাত্রা ছিলঃ ৭.8
১৭। মানব শিশুর দুধ দাত
হচ্ছে ঃ ২০ টি
আজকের নিবন্ধন
পরীক্ষা ( প্রভাষক )
বাংলা
১. আকাশ ‘ শব্দের সমার্থক শব্দ
কোনটি?
– অন্তরীক্ষ
২. জলাশয় শব্দের সমার্থক শব্দ
হচ্ছে
–
৩.সকলের জন্য হিতকর
– সার্বজনীন
৪. একাদশে বৃহস্পতি কী?
– বাগধারা
৫. ‘অনুমোদিত’ শব্দটির
বিপরীতার্থক শব্দ কোনটি?
– অননুমোদিত
৬.কোন বানাটি শুদ্ধ?
-শিরশ্চেদ
৭. সাহিত্যসম্রাট
বঙ্কিমচন্দ্র সম্পাদিত
পত্রিকার নাম কি?
– বঙ্গদর্শন
৮. বুত্পত্তিগতভাবে
ব্যাকরণ শব্দের অর্ত হলো
-বিশেষভাবে বিশ্লেষন
৯. বাংলা ভাষা ও
সাহিত্যের প্রাচীনতম শাখা
কোনটি?
– ছোটগল্প
১০. বাংলা ব্যাকরণের
ধ্বনিতত্ত্ব অংশে কোন
বিষয়টি আলোচনা করা হয় ?
– সন্ধি
১১. ণত্ব বিধান বাংলা
বানানে কোন শব্দের
ক্ষেত্রে প্রযোজ্য
– সংস্কৃত
১২. বীণাপাণি‘ কোন সমাস?
-বহুব্রীহি
১৩. গাছে উঠতে পটু যে – এক
কথায় কী হবে?
– গেছো
১৪. ‘গিন্নি’ কোন শব্দ?
– তত্সম
১৫.অনুরাগ শব্দটির বিপরীত
শব্দ কোনটি?
বিরাগ
১৬. কাঁদ +না — এটি কোন
সন্ধি ?
—
১৭. ক্রিয়া, সর্বনাম, ও
অনুসর্গের পূর্ণরুপ ব্যবহৃত
হয়
– সাধু ভাষারীতিতে
১৮. বাগযন্ত্রের অংশ নয়
-কান
১৯. নিচের কোন শব্দটি শুদ্ধ?
– কৌতূহল
২০. নতুন শব্দ গঠন করে
– সন্ধি ও সমাস
২১. পাঠক শব্দের যথার্থ
প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
– রুট(পঠ)+অক
২২.গাড়ী ‘স্টেশন‘ ছাড়িল —
এখানে ‘স্টেশন’ কোন কারকের
কোন বিভক্তি?
– অধিকরণ কারকে শূন্য
২৩.বাক্যে দাঁড়ি থাকলে
কতক্ষণ থামতে হয়?
– ১ সেকেন্ড
২৪.গিন্নি কোন শব্দ ?
– ততসম
২৫, কোন শব্দ ‘সিক্ত‘র
বিপরীত?
– শুষ্ক
ইংরেজি কলেজ_পর্যায় (প্রভাষক)
———————————–
1.the judge acqitted him——the charge.
ans.of
2.the noun form of”endure” is—-
ans.Endurance
3.—–mother rose in her.
ans.the
4.He complied——-her request.
ans.with
5.The adjective frome of “heart”is—–
ans.hearty
6.—–honesty of Rahim is enviable.
ans.an
7.choose the correct sentence:
ans.He has been living here for five
months
8.Check—–beast in your.
ans.the
9.What is the plural number
of”spectrum’?
ans.spectra
10.”null and Void”means—–
ans.invalid
11.’Apple of one`s eye’ means—–
ans.extremely favourite
12.the correct sentence is—-ans.two
thirds of it is fine
13.He acted——strong opposition
.ans.in the teeth of
14.the passive from of the sentence
‘Enterthe house by this gate”is—-ans.let
the house be entered by this gate
15.the passive form of “who has broken
theglass”?is——ans.by whom has the
glass been broken|?
16.It is high time he(change)his habits.
ans.changed
17.The children were entrusted—–the
careof their uncle.
ans.to
18.The antonym of”belligerent”is—-
ans.peaceful
19.He suffered from the——that he
wasanother Napoleon.
ans.
20.Identify the correct spelling.
ans.acquaintance
21.It——since morning.
ans.has been raining
22.While he—–in the garden,a snake
bithim.
ans.was walking
23.If i had a typewriter,——ans.i would
have typed myself
24.You had better—–him at once.
ans.ring
25.”A child likes only sweets”—-
Negativefrom of this sentence is—–
ans.a child likes nothing but sweets..
কলেজ গণিত
প্রশ্নের সমাধান:
1. Cota.root\/(1-cos^2a)= ?#
ans. cosa
2. (3x)^0 = 1.
3. 7root\/3 কি ধরনের সংখ্যা?#
ans. অমূলদ সংখ্যা
4. tan90 =ক. অসংজ্ঞায়িত
5. কোন সংখ্যার ৪০% এর সাথে
৪২ যোগ করলে যোগফল ঐ
সংখ্যাটি !সংখ্যাটি কত?#
ans. ৭০
6. ১৮ মিটার দীর্ঘ একটি মই
ভুমির সাথে ৩০’ কোণে
উন্নতি করে দেয়ালের ছাদ
স্পর্শ করে ! দেয়ালটির
উচ্চতা কত? ans. ৯ মিটার.
7. একটি আয়তাকার ক্ষেত্রের
দের্ঘ্য বিস্তারের ৩ গুণ!
দের্ঘ্য ৪৮ মিটার হলে
পরিসীমা কত?
উঃ ১২৮মিটার.
8.কোন ক্ষেত্রে ত্রিভুজ
আঁকা সম্ভব নয়?#
উঃ২,৩,৫ সে.মি
9. ১২৫’ ডিগ্রীর সম্পূরক কোণ
কত?#
উঃ ৫৫ ডিগ্রী.
10. x-1/x=7 হলে x3-1/x3 এর মান
কত?#
উঃ 364
11.নিচের কোনটি বৃহত্তম উঃ
root\/0.3.
12. ০.২ এর ২০% কত?#
উঃ ০.০৪.
১২তম নিবন্ধন পরীক্ষা (কলেজ পর্যায়)
প্রশ্ন সমাধান:
English
1.’A child likes only sweets”- negative
-A child likes nothing but sweets
2.You had better — him at once?
– ring
3. If had a typewriter , —
— I would have typed myself
4. While he —- in the garden, a snake bit
him.
– was walking
5.It — Since morning .
has been Raining
6. Identify the correct spelling .
– acquaintance
7.He suffered from the —that he was
another Napoleon .
– Illusion
8. The antonym of ”belligerent’ is
peaceful
9. The children were entrusted — the care
of their uncle.
-to
10.It is high time he ( change ) his bad
habits .
– changed
11. ‘Who has broken The glass?
(passive)
– By whom has the glass been broken?
12. ‘Enter the house by this
gate” ( passive)
– you are requested to enter the house
by this gate.
13. He acted —– strong opposition.
— in the teeth of
14. The correct sentence is
– two thirds of it is fine
15. ‘Apple of one’s eye’ means
– extremely favourite
16. ‘Null and void” means
– invalid
17.what is the plural number of ‘
spectrum’?
– spectra
18. — honesty of Rahim is enviable
– The
19. choose the correct sentence
He has been living here for five months
20. Check — beast in you.
-the
21. The Judge acquitted him — he charge
.
– of
22. The noun form of ‘endure’ is
– Endurance
23. He complied — her request.
– with
24. The adjective form of ‘Heart’ is
–heartily
25. —- mother rose in her.
No article
No comments:
Post a Comment