Saturday, June 13, 2015

12th NTRCA MCQ Exam question Solve School Level ১২তম নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়)




12th NTRCA MCQ Exam question Solve School Level
১২তম নিবন্ধন পরীক্ষা  (স্কুল পর্যায়)

প্রশ্ন সমাধান:- বাংলা
————-
১. কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য ‘ষ‘ হয়
না
-সাত্
২. ‘কমা‘ কোথায় বসে ?
– সম্বোধণ পদের পর
৩. সাপের খোলস- বাক্য
সংকোচন কি হবে?
– নির্মোক
৪. নষ্ট হওয়া স্বভার যার – এক
কথায় কী বলে ?
– নশ্বর
৫. ‘হাতি‘ এর সমার্থক শব্দ
কোনটি ?
-কর
৬. ‘খাতক‘ এর বিপরীত শব্দ
কোনটি ?
-মহাজন
৭. ‘মরদ’ এর বিপরীত লিঙ্গ
কোনটি?
— জেনানা
৮. নিচের কোনটি নিত্য
স্ত্রীবাচক শব্দ?
– ডাইনী
৯.‘শৈশব’ এর প্রকৃতি ও প্রত্যয়
কোনটি?
– শিশু+ষ্ণ
১০. নিচের কোনটি প্রত্যয়যোগে
গঠিত স্ত্রীবাচক শব্দ ?
— জেলেনী (পেশা অর্থে ঈ
প্রত্যয়)
১১. কোনটি নিত্য সমাস?
– জলমাত্র
১২. পূর্বপদ প্রধান সমাস কোনটি ?
– তত্পুরুষ
১৩. জিজ্ঞাসিব জনে জনে‘ —
এখান ‘জনে জনে’ কোন কারকে
কোন বিভক্তি?
– কর্মে ৭মী
১৪. ‘আকাশে চাঁদ উঠেছে’।
এখানে ‘আকাশে’ কোন
প্রকারের অধিকরণ
-ঐক্যদেশিক অধিকরণ
১৫. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
– হিমাচল
১৬. ‘বনস্পতি’ শব্দের সন্ধি
বিচ্ছেদ কোনটি?
– বন:+পতি
১৭. He is out of luck – অর্থ কি?র
– তার পোড়া কপাল
১৮. অনুবাদের পারদর্শিতা মূলত
কিসের ওপর নির্ভরশীল?
– অভ্যাসের
১৯. নিচের কোন বাক্যটি শুদ্ধ ?‘
– বিবিধ জিনিস কিনলাম
২০. নিচের কোন বানানটি শুদ্ধ?
– অত্যাধিক।
২১. ‘চক্ষুদান করা ‘ বাগধারার
অর্থ কী?
– চুরি করা
২২. কোন বাগধারাটি স্বতন্ত্র
অর্থ প্রকাশ করে
-ভিজা বিড়াল
২৩.একটি অপূর্ন বাক্যের পর অন্য
একটি বাক্যের অবতারণা হলে
কোন চিহ্ন ব্যবাহার করতে হবে?
-কোলন
২৪. ভাষার মৌলিক অংশ কয়টি ?
– ৪টি । ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ
২৫. সাধু ও চলিত রীতি বাংলা
ভাষার কোনরুপে বিদ্যামান?
-কথ্যভাষা
১২তম নিবন্ধন পরীক্ষা
(স্কুল পর্যায়)
প্রশ্ন সমাধান:- English

————-
1.His —————- pleased us all.
— Maiden speech
2. You’ll fail in the exam, if you — from
school.
— play Truant
3. The antonym of the word ‘flexible ‘ is
— hard
4. . The antonym of the word ‘adverse’ is
– favourable
5.The Synonym of the ‘cordial’ is
–amiable
6. .The Synonym of the ‘Witty’ is
-clever
7.He speaks as if he ———— a mad .
–were
8.The man was ———- for murder .
– hanged
9. A ——– in time saves nine .
— Stitch
10. Let the sentence be ( pen) through .
– Penned
11. They arrived here after you
–had left.
12. If you wanted , I (help) you.
– would help
13. Without working hard you can’t shine
in life. ( make it complex sentence)
– If you don’t work hard, you can’t shine
in life.
14. Every mother loves her child
( negative)
– There is no mother but loves her child
15. The Padma is one of the biggest
rivers in Bangladesh.( Positive)
–Very few rivers in Bangladesh are as big
as the Padma.
16.Noun form of the word ‘Long’ is
— length
17. Verb form of the word ‘ Danger’ is
– Endanger’
18. The adverb form is ‘Heart’ is
— heartily
19. সে আমার আপন ভাই ।
— He is my brother
20. আমি তোমাকে খাওয়াব
– I Shall Feed you
21.Though he is poor , —
he is honest
22. Hardly had we reached
— when the bell rang
23. Tawfiq went to library wit a view to
— reading a book
২৪. আমার লিখিবার কলম নাই ।
-I have no pen to write
25. —– He is coming today .
–ten to one
১২তম নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়)  প্রশ্ন সমাধান:-
সাধারণজ্ঞান

————-
১/ পৃথিবীর প্রাচীনতম সভ্যতা
কোনটি?
→ মেসোপটেমীয় সভ্যতা
২/ বুড়িমারী স্থল বন্দর কোন
উপজেলায় অবস্থিত?
→ পাটগ্রাম
৩/ ২১ শে ফেব্রুয়ারিকে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
হিসেবে ঘোষণা করে?
→ ইউনেস্কো
৪/ গম্ভীরা বাংলাদেশের
কোন অঞ্চলের গান?
→ চাঁপাইনবাবগঞ্জ
৫/ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন
দিবস?
→ ১০ জানুয়ারি ১৯৭২
৬/ FAO এর সদর দপ্তর?
→ রোম
৭/ ডায়েট কোন দেশের
পার্লামেন্ট?
→ জাপান
৮/ মালয়েশিয়ার মুদ্রার নাম?
→ রিংগিত
৯/ স্বাধীন বাংলাদেশর প্রথম
সরকার গঠিত হয় কবে?
→ ১০ এপ্রিল ১৯৭১
১০/ মহামান্য রাষ্ট্রপতি মো:
আব্দুল হামিদ কততম রাষ্ট্রপতি?
→ ২০তম
১১/ বাংলা একাডেমি
প্রতিষ্ঠিত হয়?
→ ১৯৫৫ সালে
১২/ ‘সাবাস বাংলাদেশ’
ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
→ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
১৩/ নেলসন ম্যান্ডেলা কত
সালে নোবেল পুরস্কার
পেয়েছেন?
→ ১৯৯৩ সালে
১৪/ কেন্দ্রীয় শহীদ মিনারের
স্থপতি কে?
→ হামিদুর রহমান
১৫/ বিশ্ব পরিবেশ দিবস পালিত
হয় কবে?
→ ৫ জুন
১৬/ ১১তম বিশ্বকাপ ক্রিকেটে
চ্যাম্পিয়ন দল কোনটি?
→ অস্ট্রেলিয়া
১৭/ বাংলাদেশের বার্ষিক গড়
বৃষ্টিপাত কত?
→ ২০৩ সেঃমিঃ
১৮/ কোন মৌলিক ধাতু সাধারণ
তাপমাত্রয় তরল থাকে?
→ পারদ
১৯/ কোন ভিটামিনের অভাবে
স্কার্ভি রোগ হয়?
→ ভিটামিন সি
২০/ এপিকালচার বলতে কি
বোঝায়?
→ মৌমাছি চাষ
২১/ বাংলাদেশ সংবিধানের
মূলনীতি কয়টি?
→ ৪টি
২২/ কোনো দেশোর ভারসাম্য
রক্ষার জন্য সেই দেশের কতভাগ
বনভূমি প্রয়োজন?
→ ২৫ ভাগ
২৩/ সাধারণ বৈদ্যুতিক বাল্বের
ভিতর কি গ্যাস থাকে?
→ নাইট্রোজেন
২৪/ ভূমিকম্প মাপার যন্ত্রের নাম
কি?
→ সিসমোগ্রাফ
২৫/ আমিষ বেশি আছে
কোনটিতে?
→ মসুর ডাল
————————
১২তম নিবন্ধন পরীক্ষা
(স্কুল পর্যায়)
প্রশ্ন সমাধান:- অংক

————-
1. PQRS সামান্তরিকের <P = 100°,
তাহলে <Q এর মান কত?
→ 80°
2. বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি পেলে,
ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
→ ৯ গুণ।।
3. একটি রেখংশের উপর অঙ্কিত
বর্গক্ষেত্র ঐ বর্গক্ষেত্রের এক-
তৃতীয়াংশ এর উপরঅঙ্কিত
বর্গক্ষেত্রের কত গুণ?
→ ৯ গুণ।।
4. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য
যদি ‘a’ হয়, তাহলে তার ক্ষেত্রফল
হবে—
→ a² √3/4
5. ত্রিভুজ ABC এর BC বাহুকে D
পর্যন্ত বৃদ্ধি করা হলো, যেখানে
<A= 45°„ <B=60° হলে, <ACD =?
→ 105°
6. (i) & (iii)
7. সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর
সমান হলে সামান্তরিকটি হবে

→ আয়তক্ষেত্র।।
8. একটি ত্রিভুজের ভূমি তার
উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ৬
সে.মি. বেশি, ত্রিভুজটির
ক্ষেত্রফল ৮১০ বর্গ.সেমি. হলে, এর
উচ্চতা কত?
→27 সে.মি.
9. 9x² + 16 y² এর সাথে কত যোগ
করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?
→ 24 xy
10. (√3) ^ (x+1) = (3√3)^2x-1 এর
সমাধান কত?
→ 5
11. a এর মান কত হলে 9- 12x + ax²
একটি পূর্ণবর্গ হবে?
→ 4
12. x³ + 6x²y + 11xy² + 6 y³ এর
উৎপাদক কোনটি?
→ (x+y)(x+2)(x+3y)
13. 5log3 — log9 =?
→ 27
14. a³-b³ = 513 & a-b= 3 হয়,তবে ab =?
→ 54
15. log x ^ 1/16 = -2 হলে, x এর মান
কত?
→ 4
16. 100 টাকায় 15 টি করে ক্রয়
করে, 100 টাকায় 12 টি করে
বিক্রয় করলে, শতকরা কত লাভ/
ক্ষতি হবে?
→25% লাভ।।
17. 2 টি সংখ্যার গুণফল 54 & লসাগু
18 হলে, গসাগু =?
→ 3
18. বার্ষিক 12 টাকা হারে 600
টাকার 6 মাসের সুদ কত?
→ 36 টাকা।।
19. পাঁচটি ঘন্টা একত্রে বেজে
যথাক্রমে 5, 10, 15, 20 & 25
সেকেণ্ড অন্তর বাজতে লাগল,
কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায়
একত্রে বেজে উঠবে?
→ ৫ মিনিট।।
20. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
18 ব.মি. হলে, কর্ণের দৈর্ঘ্য কত?
→ 6 মিটার।
21. একটি খাড়া খুটি মাটি
থেকে 3 মিটার উপরে ভেঙ্গে
বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত
ভূমিতে 4 মিটার দূরত্বে স্পর্শ
করলে খুঁটির উচ্চতা কত?
→ 5 মিটার।
22. ১ম ও ২য়য় সংখ্যার গড় 25. আবার
১ম, ২য় ও ৩য় সংখ্যার গড় 30 হলে, ৩য়
সংখ্যাটি কত?
→40$$$$$$$$$$$$$23. আয়তাকার
একটি ঘরের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য
12 মিটার বড় এবং তার
পরিসীমা 136 মিটার হলে,
দৈর্ঘ্য ও প্রস্থ =?
→ 40 & 28

No comments:

Post a Comment