Monday, June 8, 2015

Medical service

প্রতিষ্ঠানের‬ নাম:ইবনে সিনা ট্রাস্ট

পদের নাম এবং যোগ্যতা: নিচে

১. মেডিকেল অফিসার (পুরুষ ও মহিলা)
যোগ্যতা: এম.বি.বি.এস
২. ইমার্জেন্সী মেডিকেল অফিসার
যোগ্যতা:এম.বি.বি.এস
৩. সিনিয়র রেসিডেন্ট মেডিকেল অফিসার (ওটি)
যোগ্যতা: এম.বি.বি.এস
৪.সিনিয়র রেসিডেন্ট মেডিকেল অফিসার (ডায়ালাইসিস)
যোগ্যতা:এম.বি.বি.এস (এফ.সি.পি.এস (পার্ট-১)/এম.ডি: পার্ট-১ (নেফ্রোলজি) সম্পন্নদের অগ্রাধিকার)
৫.সিনিয়র রেসিডেন্ট মেডিকেল অফিসার (গাইনী)
যোগ্যতা: এম.বি.বি.এস
৬.সিনিয়র রেসিডেন্ট মেডিকেল অফিসার (পুরুষ)
যোগ্যতা:এম.বি.বি.এস
৭.জুনিয়র কনসালটেন্ট (গাইনী)
যোগ্যতা:ডি.জি.ও
৮.জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন)
যোগ্যতা:এম.সি.পি.এস (মেডিসিন)/ডিপ্লোমা (চেস্ট মেডিসিন)
৯.জুনিয়র কনসালটেন্ট (সার্জারী)
যোগ্যতা:এম.সি.পি.এস (সার্জারী)/ডিপ্লোমা (অর্থোপেডিক সার্জারী)
১০.জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি)
যোগ্যতা:এম.বি.বি.এস
১১.কনসালটেন্ট (সার্জারী)
যোগ্যতা:এফ.সি.পি.এস/এম.এস
Apply Instruction :
শর্তাবলী: কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে সাক্ষাতকারের জন্য ডাকা হবে, আগ্রহী প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে পূর্ণ জীবনবৃত্তান্ত (১) নাম (২) পিতার ও মাতার নাম (৩) জন্মতারিখ (৪) জমা দেয়ার শেষ তারিখে বয়স (৫) বর্তমান ঠিকানা (৬) স্থায়ী ঠিকানা (৭) মোবাইল নাম্বার (৮) শিক্ষাগত যোগ্যতা এবং (৯) বর্তমান থেকে ক্রমানুসারে অভিজ্ঞতা, সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, ভোটার আই.ডি কার্ডের সত্যায়িত ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন সত্যায়িত ছবিসহ খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আবেদনপত্র আগামী ১৭/০৬/২০১৫ইং তারিখের মধ্যে নিম্নঠিকানায় ডাকযোগে/সরাসরি জমা দিতে হবে, কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির যেকোন শর্ত বাতিল বা শিথিল করার ক্ষমতা সংরক্ষণ করে
সেক্রেটারী, ইবনে সিনা ট্রাস্ট, বাড়ী-৪৮, রোড-৯/এ, ধানমন্ডি, ঢাকা
Application Deadline: 17 June, 2015
Posting Date: 08 June, 2015
Source : The Daily Prothom Alo

No comments:

Post a Comment