Saturday, June 13, 2015

12th NTRCA MCQ Exam question Solve College Level নিবন্ধন পরীক্ষা ২০১৫ (প্রভাষক) কলেজ পর্যায়

12th NTRCA MCQ  Exam question Solve  College Level
নিবন্ধন পরীক্ষা ২০১৫ (প্রভাষক) কলেজ পর্যায় 

( সাধারন জ্ঞান )
——————————–
১. ‘হাতির ঝিল ‘ এর নকশার
পরিকল্পনা করেন কে?
– স্থপতি এহসান কান
২. ‘আমার বন্ধু রাশেদ‘ -= বইটির
লেখক
– উত্তর নাই । সঠিক উত্তর
মুহাম্মদ জাফর ইকবাল ।
৩. ‘Big apple ‘ বলা হয় কোন
শহরেকে
– নিউইর্য়ক
৪. জাপানের
পার্লামেন্টের নাম কী ?
– ডায়েট
৫. বিশ্বের সবচেযে বেশি
কফি উত্পাদনকারী দেশ
কোনটি ?
– ব্রাজিল
৬. ‘কুতুব মিনার ‘‘কোথায়
অবস্থিত?
– ভারত
৭. CNN এর পূর্ণরুপ কী?
– Cable news network
৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান রচিত গ্রন্থ কোনটি ?
– অসমাপ্ত আত্মজীবনী
৯. বাংলাদেশের কোন
বিভাগের সাথে ভারতের কোন
সীমান্ত সংযোগ নাই /
– বরিশাল
১০. সবচেয়ে মূল্যবান ধাতু
কোনটি?
– প্লাটিনাম
১১. মানবশিশুর দুধ দাঁতের
সংখ্যা কতটি ?
– ২০টি
১২. নিম্নের কোন দেশটি – এর
সদস্য নয় ?
– ফ্রান্স
১৩. রেডক্রসের সদর দপ্তর
কোথায় অবস্থিত?
– জেনেভা
১৪.২০১৫সালের ১৭ তম ন্যাম
সম্মেলন কোথায় অনুষ্ঠিত
হবে?
০= কারাকাস, ভেনিজুয়েলা
১৫. বর্ণালী ও শুভ্র কি?
– উন্নত জাতের ভূট্টা
১৬. রক্তে হিমোগ্লোবিনের
কাজ কি?
– রক্তে অক্সিজেন সরবরাহ
করা।
১৭. ‘মধুবালা‘ নামটি কি জন্য
বিখ্যাত ?
– হলদে জাতের তরমুজ হিসাবে
১৮. আদিম মানুষের সবচেয়ে বড়
আবিষ্কার কি?
-আগুন
১৯. ২০১৫সালের ঢাকা ও
চট্টগ্রাম ‘সিটি নির্বাচন ‘
কতহ তারিখে অনুষ্ঠিত হয় ?
-২৮ এপ্রিল
২০. সম্প্রতি বাংলাদেশে
অনুষ্ঠিত ক্রিকেট টেস্ট
ম্যাচে কোন ক্রিকেটার
ডাবল সেঞ্চুরী করেছেন?
-তামিম ইকবাল
২১. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে
শুরু হয় ?
-১৯৩৯ সালে
২২. ২৫ এপ্রিল ২০১৫ -এর ভয়াবহ
ভূমিকম্পের মাত্রা রেখটার
স্কেলে কত ছিল?
– ৭.৮ ( উ্ইকিপিয়াতে আছে)
২৩. নাসিরাবাদের বর্তমান
নাম কি?
– ময়মনসিংহ
২৪. হাড় ও দাঁতকে মজবুত করে
কোনটি ?
– উত্তর নাই । সঠিক উত্তর :
ফসফরাস ( তবে ক্যালসিয়াম
উত্তর নিতে পারে।)
২৫. কম্পিউটারের মূল
মেমোরী তৈরি হয় কি দিয়ে?
– সিলিকন
——————————–

১ বিগ আপেল বলা হয় ঃ নিউ
ইয়র্ক কে ।
২।জাপানের পার্লামেন্টের
নাম ঃ ডায়েট ।
৩। সবচেয়ে বেশী কফি উতপন্ন
হয় ঃ ব্রাজিলে
৪। CNN হচ্ছে ঃ Cable news network
৫। বংগবন্ধু রচিত গ্রন্থ ঃ
অসমাপ্ত আত্নজীবনী
৬।ভারতের সীমান্ত সংযোগ
নেই ঃ বরিশাল বিভাগের
সাথে ।
৭। সবচেয়ে মূল্যবান
ধাতু ঃ প্লাটিনাম ।
৮। OPEC এর সদস্য নয়ঃ ফ্রান্স
৯। রেডক্রসের সদর দপ্তরঃ
জেনেভায় ।
১০। ন্যাম সম্মেলন অনুস্টিত
হয়ঃ কারাকাস ,
ভেনিজুয়েলায় ।
১১। রক্তে হিমোগ্লাভিনের
কাজ হলঃ অক্সিজেন পরিবহন
করা ।
১২। আদিম মানুষের বড়
আবিস্কার হচ্ছেঃ আগুন
১৩। ২০১৫ সালের সিটি ইলেকশন
হয় ২৮ এপ্রিল ।
১৪। টেস্ট ম্যাচে ডবল
সেঞ্চুরী করেনঃ তামিম
ইকবাল ।
১৫। দ্বিতীয় বিশ্ব যুদ্ধ
শুরু হয়ঃ ১৯৩৯ সালে
১৬। ২৫ এপ্রিলের ভূমিকম্পের
মাত্রা ছিলঃ ৭.8
১৭। মানব শিশুর দুধ দাত
হচ্ছে ঃ ২০ টি
আজকের নিবন্ধন
পরীক্ষা ( প্রভাষক )
বাংলা
১. আকাশ ‘ শব্দের সমার্থক শব্দ
কোনটি?
– অন্তরীক্ষ
২. জলাশয় শব্দের সমার্থক শব্দ
হচ্ছে

৩.সকলের জন্য হিতকর
– সার্বজনীন
৪. একাদশে বৃহস্পতি কী?
– বাগধারা
৫. ‘অনুমোদিত’ শব্দটির
বিপরীতার্থক শব্দ কোনটি?
– অননুমোদিত
৬.কোন বানাটি শুদ্ধ?
-শিরশ্চেদ
৭. সাহিত্যসম্রাট
বঙ্কিমচন্দ্র সম্পাদিত
পত্রিকার নাম কি?
– বঙ্গদর্শন
৮. বুত্পত্তিগতভাবে
ব্যাকরণ শব্দের অর্ত হলো
-বিশেষভাবে বিশ্লেষন
৯. বাংলা ভাষা ও
সাহিত্যের প্রাচীনতম শাখা
কোনটি?
– ছোটগল্প
১০. বাংলা ব্যাকরণের
ধ্বনিতত্ত্ব অংশে কোন
বিষয়টি আলোচনা করা হয় ?
– সন্ধি
১১. ণত্ব বিধান বাংলা
বানানে কোন শব্দের
ক্ষেত্রে প্রযোজ্য
– সংস্কৃত
১২. বীণাপাণি‘ কোন সমাস?
-বহুব্রীহি
১৩. গাছে উঠতে পটু যে – এক
কথায় কী হবে?
– গেছো
১৪. ‘গিন্নি’ কোন শব্দ?
– তত্সম
১৫.অনুরাগ শব্দটির বিপরীত
শব্দ কোনটি?
বিরাগ
১৬. কাঁদ +না — এটি কোন
সন্ধি ?

১৭. ক্রিয়া, সর্বনাম, ও
অনুসর্গের পূর্ণরুপ ব্যবহৃত
হয়
– সাধু ভাষারীতিতে
১৮. বাগযন্ত্রের অংশ নয়
-কান
১৯. নিচের কোন শব্দটি শুদ্ধ?
– কৌতূহল
২০. নতুন শব্দ গঠন করে
– সন্ধি ও সমাস
২১. পাঠক শব্দের যথার্থ
প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
– রুট(পঠ)+অক
২২.গাড়ী ‘স্টেশন‘ ছাড়িল —
এখানে ‘স্টেশন’ কোন কারকের
কোন বিভক্তি?
– অধিকরণ কারকে শূন্য
২৩.বাক্যে দাঁড়ি থাকলে
কতক্ষণ থামতে হয়?
– ১ সেকেন্ড
২৪.গিন্নি কোন শব্দ ?
– ততসম
২৫, কোন শব্দ ‘সিক্ত‘র
বিপরীত?
– শুষ্ক
ইংরেজি‬ কলেজ_পর্যায় (প্রভাষক‬)
———————————–
1.the judge acqitted him——the charge.
ans.of
2.the noun form of”endure” is—-
ans.Endurance
3.—–mother rose in her.
ans.the
4.He complied——-her request.
ans.with
5.The adjective frome of “heart”is—–
ans.hearty
6.—–honesty of Rahim is enviable.
ans.an
7.choose the correct sentence:
ans.He has been living here for five
months
8.Check—–beast in your.
ans.the
9.What is the plural number
of”spectrum’?
ans.spectra
10.”null and Void”means—–
ans.invalid
11.’Apple of one`s eye’ means—–
ans.extremely favourite
12.the correct sentence is—-ans.two
thirds of it is fine
13.He acted——strong opposition
.ans.in the teeth of
14.the passive from of the sentence
‘Enterthe house by this gate”is—-ans.let
the house be entered by this gate
15.the passive form of “who has broken
theglass”?is——ans.by whom has the
glass been broken|?
16.It is high time he(change)his habits.
ans.changed
17.The children were entrusted—–the
careof their uncle.
ans.to
18.The antonym of”belligerent”is—-
ans.peaceful
19.He suffered from the——that he
wasanother Napoleon.
ans.
20.Identify the correct spelling.
ans.acquaintance
21.It——since morning.
ans.has been raining
22.While he—–in the garden,a snake
bithim.
ans.was walking
23.If i had a typewriter,——ans.i would
have typed myself
24.You had better—–him at once.
ans.ring
25.”A child likes only sweets”—-
Negativefrom of this sentence is—–
ans.a child likes nothing but sweets..
কলেজ গণিত
প্রশ্নের সমাধান:
1. Cota.root\/(1-cos^2a)= ?#
ans. cosa
2. (3x)^0 = 1.
3. 7root\/3 কি ধরনের সংখ্যা?#
ans. অমূলদ সংখ্যা
4. tan90 =ক. অসংজ্ঞায়িত
5. কোন সংখ্যার ৪০% এর সাথে
৪২ যোগ করলে যোগফল ঐ
সংখ্যাটি !সংখ্যাটি কত?#
ans. ৭০
6. ১৮ মিটার দীর্ঘ একটি মই
ভুমির সাথে ৩০’ কোণে
উন্নতি করে দেয়ালের ছাদ
স্পর্শ করে ! দেয়ালটির
উচ্চতা কত? ans. ৯ মিটার.
7. একটি আয়তাকার ক্ষেত্রের
দের্ঘ্য বিস্তারের ৩ গুণ!
দের্ঘ্য ৪৮ মিটার হলে
পরিসীমা কত?
উঃ ১২৮মিটার.
8.কোন ক্ষেত্রে ত্রিভুজ
আঁকা সম্ভব নয়?#
উঃ২,৩,৫ সে.মি
9. ১২৫’ ডিগ্রীর সম্পূরক কোণ
কত?#
উঃ ৫৫ ডিগ্রী.
10. x-1/x=7 হলে x3-1/x3 এর মান
কত?#
উঃ 364
11.নিচের কোনটি বৃহত্তম উঃ
root\/0.3.
12. ০.২ এর ২০% কত?#
উঃ ০.০৪.
১২তম নিবন্ধন পরীক্ষা (কলেজ পর্যায়)
প্রশ্ন সমাধান:

English
1.’A child likes only sweets”- negative
-A child likes nothing but sweets
2.You had better — him at once?
– ring
3. If had a typewriter , —
— I would have typed myself
4. While he —- in the garden, a snake bit
him.
– was walking
5.It — Since morning .
has been Raining
6. Identify the correct spelling .
– acquaintance
7.He suffered from the —that he was
another Napoleon .
– Illusion
8. The antonym of ”belligerent’ is
peaceful
9. The children were entrusted — the care
of their uncle.
-to
10.It is high time he ( change ) his bad
habits .
– changed
11. ‘Who has broken The glass?
(passive)
– By whom has the glass been broken?
12. ‘Enter the house by this
gate” ( passive)
– you are requested to enter the house
by this gate.
13. He acted —– strong opposition.
— in the teeth of
14. The correct sentence is
– two thirds of it is fine
15. ‘Apple of one’s eye’ means
– extremely favourite
16. ‘Null and void” means
– invalid
17.what is the plural number of ‘
spectrum’?
– spectra
18. — honesty of Rahim is enviable
– The
19. choose the correct sentence
He has been living here for five months
20. Check — beast in you.
-the
21. The Judge acquitted him — he charge
.
– of
22. The noun form of ‘endure’ is
– Endurance
23. He complied — her request.
– with
24. The adjective form of ‘Heart’ is
–heartily
25. —- mother rose in her.
No article

No comments:

Post a Comment