বিভিন্ন পদে প্রায় ৫০০ কর্মকর্তা নেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। আবেদন করা যাবে ৭ জুলাই পর্যন্ত।
ঊর্ধ্বতন কর্মকর্তা পদে ৫১ জন, কর্মকর্তা ১০৮ জন, সুপারভাইজার ১১৮ জন, কোষাধ্যক্ষ ১৩৩ জন, বৈদেশিক বাণিজ্য কর্মকর্তা দুজন, ফিন্যানশিয়াল অ্যানালিস্ট দুজন,
অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার একজন, অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার একজন, কম্পিউটার অপারেটর ২৯ জন, স্টেনোগ্রাফার একজন, ডাটা এন্ট্রি অপারেটর পদে ৫৪
জনসহ মোট ৪৯০ জন কর্মকর্তা নেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
আবেদনের যোগ্যতা
বৈদেশিক বাণিজ্য কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তা পদে আবেদনের জন্য দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ প্রথম শ্রেণির
স্নাতকোত্তর অথবা চার বছরমেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। বৈদেশিক বাণিজ্য কর্মকর্তা পদের জন্য থাকতে হবে সাত বছরের অভিজ্ঞতা। বিবিএ সম্মানসহ এমবিএ বা
সমমানের ডিগ্রি ও পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে ফিন্যানশিয়াল অ্যানালিস্ট পদে। অগ্রাধিকার পাবেন ফিন্যান্সে মেজরসহ এমবিএ ডিগ্রিধারীরা।
অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে কম্পিউটার বিষয়ে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কর্মকর্তা, সুপারভাইজার,
কোষাধ্যক্ষ, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর পদে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি অপারেটর পদে
কম্পিউটার বিষয়ে এক বছরমেয়াদি ডিপ্লোমা ডিগ্রি ও দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্টেনোগ্রাফার পদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে
ড্রাইভার পদে আবেদন করা যাবে, থাকতে হবে লাইসেন্স ও তিন বছরের অভিজ্ঞতা। কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা চলবে না।
এসএসসি ও এইচএসসির ক্ষেত্রে জিপিএ ৩ বা তদূর্ধ্ব প্রথম বিভাগ, জিপিএ ২ থেকে ৩-এর কম দ্বিতীয় এবং জিপিএ ১ থেকে ২-এর কম হলে ধরা হবে তৃতীয় বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ৪ পয়েন্ট স্কেলে সিজিপিএ ৩ বা তদূর্ধ্ব প্রথম বিভাগ বা শ্রেণি, ২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩-এর কম দ্বিতীয়, ১.৬৫ বা তদূর্ধ্ব কিন্তু ২.২৫-এর কম তৃতীয়
বিভাগ বা শ্রেণি ধরা হবে। ৫ পয়েন্ট স্কেলে ৩.৭৫ বা তদূর্ধ্ব প্রথম, ২.৮১৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫-এর কম দ্বিতীয় এবং ২.০৬৩ বা তদূর্ধ্ব কিন্তু ২.৮১৩-এর কম হলে ধরা
হবে তৃতীয় বিভাগ বা শ্রেণি। সুপারভাইজার, কোষাধ্যক্ষ ও ডাটা এন্ট্রি অপারেটর পদে শুধু রাজশাহী ও রংপুর বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। একজন প্রার্থী
সর্বোচ্চ দুটি পদে আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম...
আবেদন করতে হবে অনলাইনে। www.rakub.org.bd অথবা www.rakub.eappsbd.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। প্রথমে যে পদে
আবেদন করতে ইচ্ছুক সে পদ নির্বাচন করতে হবে এবং নাম, মোবাইল নম্বর, ই-মেইল, পাসওয়ার্ড ও ভেরিফিকেশন কোড দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর
মোবাইল নম্বরে ট্র্যাকিং নম্বর ও পাসওয়ার্ড পাঠানো হবে। পরের ধাপে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে এবং অনলাইনে পেমেন্ট
ভেরিফিকেশন করতে হবে। পেমেন্ট ভেরিফিকেশন হলে অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাবে এবং আবেদন সাবমিট করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
বৈদেশিক বাণিজ্য কর্মকর্তা ও ফিন্যানশিয়াল অ্যানালিস্ট পদে আবেদনকারীর অনলাইন আবেদনের অ্যাপ্লিকেন্ট কপি ও প্রয়োজনীয় সনদপত্র ১৪ জুলাইয়ের মধ্যে রাকাব
কার্যালয়ে পাঠাতে হবে, অন্যান্য পদের ক্ষেত্রে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র পাঠাতে হবে না। আবেদন করা যাবে ৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত।
নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) উপমহাব্যবস্থাপক রকিবুর রহমান খন্দকার জানান, পদভেদে নিয়োগ পরীক্ষার ধরন ভিন্ন। নিয়োগ বিজ্ঞপ্তির ১ থেকে ৬নং পদের
জন্য ১০০ নম্বরের এমসিকিউ বা বহুনির্বাচনী ও ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। ৭ থেকে ১২নং পদে নেওয়া হবে শুধু ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা। উভয়
পরীক্ষায় বাংলা, গণিত, ইংরেজি, বেসিক কম্পিউটার, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে।
রাকাবের ব্যবস্থাপক কাজী মনজুর রশীদ বলেন, বাংলা অংশে ব্যাকরণ ও সাহিত্য থেকে এমসিকিউ প্রশ্ন আসে। লিখিত অংশের জন্য রচনা, অনুবাদ, ভাবসম্প্রসারণ,
পত্রলিখন, সারাংশ গুরুত্বপূর্ণ। ইংরেজি এমসিকিউ অংশে Grammar থেকে প্রশ্ন করা হয়। লিখিত পরীক্ষার জন্য Short Essay, Paragraph,
Translation, Letter, Summary লিখন প্রস্তুতি নিতে হবে। গণিতে পাটিগণিত ও বীজগণিত থেকে প্রশ্ন আসে। গণিতের জন্য মাধ্যমিক পর্যায়ের বোর্ড
বইয়ের সমস্যাগুলো সমাধান করতে হবে। সাইফুরস ও প্রফেসরস ম্যাথ বই প্রস্তুতিতে সহায়ক হবে।
বেসিক কম্পিউটারের জন্য কম্পিউটারের মৌলিক বিষয়ে ধারণা থাকতে হবে, বেসিক কম্পিউটারের বইগুলো দেখতে হবে। সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক
বিষয়াবলি, কৃষি, ব্যাংকিং ও অর্থনীতি গুরুত্বপূর্ণ। লিখিত অংশে বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানসিক দক্ষতা থেকেও প্রশ্ন হতে পারে।
ফিন্যানশিয়াল অ্যানালিস্ট পদে পরীক্ষার ধরন আলাদা, এ ক্ষেত্রে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়। পুরো প্রশ্ন থাকে ফিন্যান্স-সংক্রান্ত। সম্প্রতি ফিন্যানশিয়াল
অ্যানালিস্ট পদে নিয়োগ পাওয়া জাকারিয়া হোসেন জানান, ভালো করতে হলে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ফিন্যান্সের বই ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। বাজারে বিভিন্ন
প্রকাশনীর কৃষি ব্যাংক নিয়োগ গাইড পাওয়া যায়। এসব বই থেকে বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করলে বেশ কাজে দেবে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নিয়োগ চলছে
বিভিন্ন পদে প্রায় ৫০০ কর্মকর্তা নেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। আবেদন করা যাবে ৭ জুলাই পর্যন্ত।
No comments:
Post a Comment