Wednesday, June 24, 2015

Picked the week employment,

এই সপ্তাহের বাছাই করা চাকুরী

* ব্যাংক এশিয়া
পদ ও যোগ্যতা : ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। স্নাতকোত্তর। ২০ বছরের অভিজ্ঞতা। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। স্নাতকোত্তর। ১৮ বছরের অভিজ্ঞতা।
আবেদনের শেষ তারিখ : ৩০ জুন।
ঠিকানা : র‌্যাংগস টাওয়ার, ৬৮ পুরানা পল্টন, ঢাকা-১০০০।
সূত্র : ডেইলি স্টার, ২০ জুন, পৃ. ৩
* বাংলাদেশ কমার্স ব্যাংক
পদ ও যোগ্যতা : ব্রাঞ্চ ম্যানেজার (ঢাকা সিটি, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম অঞ্চল), এসভিপি/ভিপি/এসএভিপি/এভিপি/ এফএভিপি/এসইও। হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন-এসভিপি/ভিপি। হেড অব রিকভারি ডিভিশন-এসভিপি/ভিপি। হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন-ভিপি/
এসএভিপি। হেড অব ট্রেজারি ডিভিশন-ভিপি/এসএভিপি/এভিপি। হেড অব মার্কেটিং ডিভিশন-ভিপি/এসএভিপি। ক্রেডিট অপারেশনস-এসইও/ইও। ইমপোর্ট/ এক্সপোর্ট-এফএভিপি/এসইও/ইও। লিগ্যাল অ্যাফেয়ার্স ডিভিশন-ইও/এফইও। ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড অডিট ডিভিশন-এফএভিপি/এসইও/ইও। ডাটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর এফএভিপি/এসইও।
আবেদনের শেষ তারিখ : ৩০ জুন।
ঠিকানা : ৫২-৫৩, দিলকুশা সি/এ, ঢাকা।
ওয়েব : www.bcblbd.com
সূত্র : প্রথম আলো, ১৭ জুন, পৃ. ১৩

* কাস্টমস, এক্সা্ইজ ও ভ্যাট, ঢাকা উত্তর কমিশনারেট
পদ ও যোগ্যতা : কম্পিউটার অপারেটর, একটি। স্নাতক।
বেতনক্রম : ৬৪০০-১৪,২৫৫ টাকা।
পদ ও যোগ্যতা : পরিসংখ্যান অনুসন্ধায়ক, একটি। পরিসংখ্যান/অর্থনীতি/গণিতে স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান)।
বেতনক্রম : ৫৯০০-১৩,১২৫ টাকা।
পদ ও যোগ্যতা : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, দুটি। এইচএসসি।
বেতনক্রম : ৫৫০০-১২,০৯৫ টাকা।
পদ ও যোগ্যতা : উচ্চমান সহকারী, দুটি। ক্যাশিয়ার, দুটি। স্নাতক। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, দুটি। ডাটা এন্ট্রি অপারেটর, একটি। এইচএসসি।
বেতনক্রম : ৫২০০-১১২৩৫ টাকা।
পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, আটটি। এইচএসসি। টেলিফোন অপারেটর, একটি। এইচএসসি। তিন বছরের অভিজ্ঞতা। ড্রাইভার, ১৩টি। অষ্টম শ্রেণি পাস। তিন বছরের অভিজ্ঞতা।
বেতনক্রম : ৪৭০০-৯৭৪৫ টাকা।
পদ ও যোগ্যতা : সিপাই, ৪৬টি। এসএসসি।
বেতনক্রম : ৪৫০০-৯০৯৫ টাকা।
পদ ও যোগ্যতা : ডুপ্লিকেটিং মেশিন অপারেটর (ডিএমও) দুটি। এসএসসি। দুই বছরের অভিজ্ঞতা।
বেতনক্রম : ৪৪০০-৮৫৮০ টাকা।
পদ ও যোগ্যতা : অফিস সহায়ক (এমএলএসএস), ১১টি। নৈশ প্রহরী, দুটি। অষ্টম শ্রেণি পাস।
বেতনক্রম : ৪১০০-৭৭৪০ টাকা।
পদ ও যোগ্যতা : ঝাড়ুদার/ক্লিনার/সুইপার। দুইটি। অষ্টম শ্রেণি পাস।
বেতনক্রম : ৪৪০০-৮৫৮০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ২৩ জুলাই।
ঠিকানা : বাড়ি-৬, সোনারগাঁও জনপথ, সেক্টর-১১, উত্তরা, ঢাকা-১২৩০।
সূত্র : ইত্তেফাক, ২০ জুন, পৃ. ৬
* ঢাকা বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : হিসাবরক্ষক। হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর।
আবেদনের শেষ তারিখ : ৯ জুলাই।
ঠিকানা : ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ, এমবিএ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সূত্র : প্রথম আলো, ১৯ জুন, পৃ. ২৭
* ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি
পদ ও যোগ্যতা : ডিরেক্টর (ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট)। স্নাতকসহ মাস্টার্স অথবা এমবিএ। ১৫ বছরের অভিজ্ঞতা। ডেপুটি ডিরেক্টর (আন্ডারগ্র্যাজুয়েট অ্যাডমিশনস অ্যান্ড ফিন্যানশিয়াল এইড অফিস)। মাস্টার্স।
আবেদনের শেষ তারিখ : ৫ জুলাই।
ওয়েব : www.iub.edu.bd/jobs
সূত্র : ডেইলি স্টার, ২০ জুন, পৃ. ৪ ও ১১
* উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
পদ ও যোগ্যতা : সহকারী শিক্ষক। ইংরেজি, ১টি। ইংরেজিতে সম্মান ও স্নাতকোত্তর/ স্নাতক ও বিএড। কম্পিউটার (আইসিটি), ১টি। স্নাতক ও ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত/চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। উভয় পদে সংশ্লিষ্ট বিষয়ে ইনডেক্সধারী বা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের শেষ তারিখ : ১৫ জুলাই।
ঠিকানা : ৩/৩, ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা-১০০০।
সূত্র : ডেইলি স্টার, ১৮ জুন, পৃ. ৪
* ইউনিসেফ
পদ ও যোগ্যতা : ফ্রিল্যান্স রাইটার। ফ্রিল্যান্স ভিডিওগ্রাফার। ফ্রিল্যান্স ট্রান্সলেটর।
আবেদনের শেষ তারিখ : ২৯ জুন।
ওয়েব : www.unicef.org.bd
সূত্র : ডেইলি স্টার, ১৯ জুন, পৃ. ৬
* বসুন্ধরা আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল
পদ ও যোগ্যতা : অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক (মেডিসিন, অর্থোপেডিক্স, নাক-কান-গলা, প্যাথলজি)। এমবিবিএস, এফসিপিএস/এমএস/
এমফিল/এমডি বা সমমান।
পদ ও যোগ্যতা : মেডিক্যাল অফিসার (স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা, শিশু, সার্জারি, চক্ষু, দন্ত ও জরুরি বিভাগ)। এমবিবিএস/বিডিএস।
পদ ও যোগ্যতা : সিনিয়র স্টাফ নার্স। ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি।
আবেদনের শেষ তারিখ : ৩০ জুন।
ঠিকানা : আদ-দ্বীন ফাউন্ডেশন, ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২০ জুন, পৃ. ৭
* ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (আইকিউএসি প্রকল্প)
পদ ও যোগ্যতা : অফিস ম্যানেজার, একটি। কমিউনিকেশন অফিসার, একটি। মাস্টার্স। অ্যাকাউন্টস অফিসার, একটি। অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স।
বেতনক্রম : ১১০০০-২০৩৭০ টাকা।
পদ ও যোগ্যতা : রেকর্ড কিপার, একটি। স্নাতক।
বেতনক্রম : ৫২০০- ১১৩২৫ টাকা।
আবেদনের শেষ তারিখ : ২৫ জুন।
ঠিকানা : ১০২, শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমণ্ডি, ঢাকা-১২০৭।
সূত্র : কালের কণ্ঠ, ১৮ জুন, পৃ. ৪
* ঢাকা স্টেট কলেজ
পদ ও যোগ্যতা : প্রভাষক-মার্কেটিং, বিবিএ (প্রফেশনাল), সমাজবিজ্ঞান ও ইংরেজি (অনার্স), ফিন্যান্স ও ব্যাংকিং, সমাজকর্ম, গার্হস্থ্য বিজ্ঞান (উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পাস কোর্সের জন্য)।
আবেদনের শেষ তারিখ : ৬ জুলাই।
ঠিকানা : প্লট-১/৩, ব্লক-ই, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
সূত্র : ডেইলি স্টার, ১৯ জুন, পৃ. ৪
* চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
পদ ও যোগ্যতা : রেডিওলজিস্ট, একটি। এমবিবিএস এবং এক বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ।
বেতনক্রম : ১১০০০-২০৩৭০ টাকা
পদ ও যোগ্যতা : সিনিয়র স্টাফ নার্স, একটি। এসএসসি বা এইচএসসিসহ সাধারণ নার্সিং এবং ধাত্রীবিদ্যায় ডিপ্লোমা।
বেতনক্রম : ৬৪০০-১৪২৫৫ টাকা।
পদ ও যোগ্যতা : নিরাপত্তারক্ষী, ৭৪টি। এসএসসি। সামরিক বাহিনীর সাবেক সদস্যদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি।
বেতনক্রম : ৪১০০-৭৭৪০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ৯ জুলাই।
ঠিকানা : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২০ জুন, পৃ. ৭
* ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অব দ্য ইউনাইটেড নেশনস
পদ ও যোগ্যতা : ন্যাশনাল কনসালট্যান্ট (ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট), একটি। ন্যাশনাল ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট, একটি। ন্যাশনাল আইটি অ্যাসিস্ট্যান্ট, একটি।
আবেদনের শেষ তারিখ : ২ জুলাই।
ওয়েব : www.fao.org/bang…/fao-in-bangladesh/employmentprocurement/…/
সূত্র : ডেইলি স্টার, ১৯ জুন, পৃ. ৬
* ফিনলে প্রপার্টিজ
পদ ও যোগ্যতা : প্রজেক্ট ম্যানেজার, দুটি। বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল)। ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা।
সিনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, একটি। বিএসসি ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) এবং পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) এবং ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একটি। ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক। দুটো পদেই পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা।
সিনিয়র এক্সিকিউটিভ, দুটি।
এক্সিকিউটিভ (সেলস), প্রত্যেক পদে দুটি। এমবিএ বা মাস্টার্স। সিনিয়র এক্সিকিউটিভ পদে তিন বছর এবং এক্সিকিউটিভ পদে এক বছরের অভিজ্ঞতা।
ম্যানেজমেন্ট ট্রেইনি, একটি। এক্সিকিউটিভ (কাস্টমার ম্যানেজমেন্ট), একটি। মাস্টার্স। এক্সিকিউটিভ পদে এক বছরের অভিজ্ঞতা।
আবেদনের শেষ তারিখ : ৩০ জুন।
ঠিকানা : ফিনলে হাউস, ১১, আগ্রাবাদ সি/এ, চট্টগ্রাম।
সূত্র : প্রথম আলো, ১৮ জুন, পৃ. ২৭
* বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন
পদ ও যোগ্যতা : জুনিয়র ট্রেইনার (মহিলা), পাঁচটি। স্নাতকোত্তর।
বেতনক্রম : ৮০০০-১৬৫৪০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ১২ জুলাই।
ঠিকানা : গাইড হাউস, নিউ বেইলি রোড, ঢাকা।
সূত্র : কালের কণ্ঠ, ১৯ জুন, পৃ. ৭
* নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেড
পদ ও যোগ্যতা : সেলস ম্যানেজার। মাস্টার্স। ২০ বছরের অভিজ্ঞতা। রিজিওনাল সেলস ম্যানেজার। স্নাতক/মাস্টার্স। ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা।
আবেদনের শেষ তারিখ : ২৫ জুন।
ঠিকানা : ১/১২, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
সূত্র : প্রথম আলো, ১৯ জুন, পৃ. ২৭

No comments:

Post a Comment