Tuesday, June 9, 2015

Rajshahi Agricultural Development Bank, over 499 people will be recruited in various capacities

আগ্রহী প্রার্থীদেরকে আগামী ০৭-০৭-২০১৫ তারিখ সন্ধ্যা ৬.০০ ঘটিকার মধ্যে Online এ দরখাস্ত করতে হবে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৪৯৯টি বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে 


Online আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ www.rakub.eappsbd.com এই ঠিকানায় গিয়ে সর্বপ্রথমে Registration– এর কার্যক্রম সম্পন্ন করবেন ।
Online-এ আবেদন করার পর প্রাপ্ত Tracking number এবং Password যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
Online-এ আবেদনের সময়ে আবেদন ফি বাবদ ১ হতে ৬ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা এবং ৭ হতে ১২ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা ডাচ্ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। ফি প্রদানের নিয়মাবলীসহ বিস্তারিত তথ্য ওয়েব সাইটে পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এ্যপিয়ার্ড গ্রহণযোগ্য নয়।
ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তা পদে কম্পিউটার পরিচালনায় (এমএস অফিস প্যাকেজ) জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
একজন প্রার্থী ০২ (দুই)টির বেশী পদে আবেদন করতে পারবে না।
১, ৩, ৪, ৫ ও ১২ নম্বর ক্রমিকে বর্ণিত পদে নিয়োগপ্রাপ্তদের ব্যতীত অন্যান্য পদে নিয়োগপ্রাপ্তদের আবশ্যিকভাবে রাকাবের গ্রামীণ শাখায় কমপক্ষে ৩ (তিন) বছর চাকুরী করতে হবে।
পরীক্ষার স্থান ও সময়সূচী পরবর্তীতে এসএমএস ও রাকাবের ওয়েব সাইট এর মাধ্যমে জানানো হবে।

1 comment: